1. admin@dwiptv.com : dwiptv.com :
  2. dwiptvnews2121@gmail.com : sub editor : sub editor
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:০২ পূর্বাহ্ন

মুন্সিগঞ্জে আলদির মাঠা নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে প্রক্রিয়াজাত ও প্রস্তুত-ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

মুন্সিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট: শনিবার, ৯ এপ্রিল, ২০২২
মুন্সিগঞ্জে আলদির মাঠা নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে প্রক্রিয়াজাত ও প্রস্তুত-ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
মুন্সিগঞ্জে আলদির মাঠা নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে প্রক্রিয়াজাত ও প্রস্তুত-ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
আলদির বিক্ষাত, কমল ঘোষের মাঠার কারখানায় অভিযান  ০৯/০৪/২০২২ রোজ শ‌নি বার সকাল ১০ঃ৩০ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ সদরের মাকুহাটি এলাকায়  অভিযান কার্যক্রম পরিচালিত হয়।
 আলদির মাঠার (কমল ঘোষের মাঠা)  কারখানায় অভিযান কালে দেখা যায় যে, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে মাঠা প্রক্রিয়াজাত ও প্রস্তুত করা হচ্ছে। মাঠার কারখানার পাশেই সব আবর্জনা ফেলা হচ্ছে, বিপুল পরিমাণে মাছি ও অন্যান্য পোকা মাঠার পাত্রে বসছে। কোন পেস্ট কন্ট্রোল মেকানিজম সেখানে নেই।
 পচিঁশ বছর ধরে মাঠা বিক্রি করলেও কোন প্রকার লাইসেন্স তিনি গ্রহণ করেননি। প্রস্তুতকারক মাঠার উপাদান হিসেবে গাভীর দুধ, পানি, চিনি ও লবণের কথা প্রথমে বলেন, কিন্তু অনুসন্ধান করে বস্তার গুড়াদুধ ও স্যাকারিন পাওয়া যায় কারখানাতে, এগুলো মিশানোর কথা তারা পরবর্তীতে স্বীকার করেন।
মাঠা ঠান্ডা করতে বরফকল হতে আনা বস্তার বরফ ব্যবহার করতে দেখা যায়।  মাঠার বোতলে উতপাদনের তারিখ মেয়াদোত্তীর্ণের তারিখ, এম আর পি, উপাদান  ও পরিমাণ কিছুই উল্লেখ করা হচ্ছে না।
প্রতিষ্ঠান টিকে ২০,০০০/- জরিমানা করা হয় ও সংশোধন হবার জন্য নির্দেশ দেয়া হয়। অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
মুন্সীগঞ্জ ব্যাটালিয়ন আনসার এর একটি টিম ও উপজেলা  স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জামাল উদ্দিন মোল্লা  অভিযানে সহযোগিতা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আমাদের এন্ড্রয়েড এপস আপনার মোবাইলে ইন্সটল করুন।

Developer By Zorex Zira