মুন্সীগঞ্জে নতুন করে আজ সোমবার (১২ জুলাই) ১৪১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যা গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ। এদিকে শনাক্তের হারও প্রায় অর্ধেক । মুন্সীগঞ্জে এতো উদ্ধহারে এর আগে করোনা শনাক্ত হয়নি। ২৯৫জনের পরিক্ষায় এই ১৪১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মুন্সিগঞ্জে মোট ৬৭৬৫ জনের দেহে করোনা শনাক্ত হলো। এদের মধ্যে মারা গেছেন ৭৫ জন।
নতুন আক্রান্ত ১৪১ জনের মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলার ৭১ জন, টঙ্গিবাড়ী উপজেলার ৬ জন, সিরাজদিখান উপজেলার ২৪ জন, লৌহজং উপজেলার ২ জন, শ্রীনগর উপজেলার ১৬ জন এবং গজারিয়া উপজেলার ২২ জন রয়েছেন। মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিস সুত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
Leave a Reply