1. admin@dwiptv.com : dwiptv.com :
  2. dwiptvnews2121@gmail.com : sub editor : sub editor
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৯:৪০ অপরাহ্ন

যশোরে টিকা নিয়েছেন ৩ লাখ ৮০ হাজার ১৮০ জন

 উৎপল ঘোষ (ক্রাইম রিপোর্টার) যশোর
  • আপডেট: শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
যশোরে টিকা নিয়েছেন ৩ লাখ ৮০ হাজার ১৮০ জন
যশোরে টিকা নিয়েছেন ৩ লাখ ৮০ হাজার ১৮০ জন

যশোরে আরও ৫ হাজার ৮৯৮ জন করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন। এই নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত জেলায় ৩ লাখ ৮০ হাজার ১৮০ জনকে টিকা প্রয়োগ করা হলো। এরমধ্যে ২ লাখ ৫৮ হাজার ৫৫২ জনকে ১ম ডোজ দেয়া হয়েছে। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ২১ হাজার ৬২৮ জন। সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ এই তথ্য নিশ্চিত করেছেন।

 

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবারফ্রিজারভ্যানযোগে করোনাভাইরাসের ৩৭ হাজার ডোজ টিকা (ভ্যাকসিন) পৌঁছায়। সেগুলো বুঝে নেন সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন। এসময় ডেপুটি সিভিল সার্জন ডা. সাইনুর সামাদ, মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, ডিআইও-১ মশিয়ার রহমান, ইপিআই সুপার সরোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে ভ্যাকসিনগুলো উপযুক্ত তাপমাত্রায় সংরক্ষণের জন্য সংরক্ষণাগারে পাঠানো হয়। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়ার পর তা নির্ধারিত কেন্দ্রে পাঠিয়ে দেয়া হবে।

 

ডা, রেহেনেওয়াজ জানান, বৃহস্পতিবার পর্যন্ত যশোরে ৪ লাখ ৬৯ হাজার ডোজ করোনার টিকা এসেছে। এরমধ্যে চিনের সিনোফার্মের ২ লাখ ৩০ হাজার ডোজ ও  জাপানের এস্টাজেনেকা টিকা ২ লাখ ৩৯ হাজার ডোজ। টিকা গ্রহণকারীর সংখ্যা বাড়ার কারণে করোনায় মৃত্যু ও আক্রান্ত অনেকটা কমে গেছে। যশোরে করোনায় আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। ৪৬৯ টি নমুনা পরীক্ষা করে ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

 

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, ১৯ আগস্ট পর্যন্ত যশোর জেলায় ২০ হাজার ৬৬৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৯ হাজার ৩১২ জন। যশোরের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে মারা গেছেন ৪৩৬ জন। এছাড়া ঢাকা, খুলনা ও সাতক্ষীরার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে জেলায় করোনায় মারা গেছেন ৪৫২ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আমাদের এন্ড্রয়েড এপস আপনার মোবাইলে ইন্সটল করুন।

Developer By Zorex Zira