1. admin@dwiptv.com : dwiptv.com :
  2. dwiptvnews2121@gmail.com : sub editor : sub editor
সোমবার, ২০ মে ২০২৪, ০৬:৫৯ পূর্বাহ্ন

যশোর অভয়নগরে সেই দেবাশীষ সরকারের খুনের রহস‍্য ও লুন্ঠিত মালামাল  উদ্ধার 

 উৎপল ঘোষ (ক্রাইম রিপোর্টার) যশোর
  • আপডেট: বুধবার, ১৬ জুন, ২০২১
যশোর অভয়নগরে সেই দেবাশীষ সরকারের খুনের রহস‍্য ও লুন্ঠিত মালামাল  উদ্ধার 
যশোর অভয়নগরে সেই দেবাশীষ সরকারের খুনের রহস‍্য ও লুন্ঠিত মালামাল  উদ্ধার 
যশোর অভয়নগরে ডাকাতের হাতে গৌর চন্দ্র সরকারের ছেলে কাঠ ব‍্যবসায়ী দেবাশীষ সরকার ওরফে সঞ্চয় খুনের রহস্য উন্মোচন করেছেন যশোর পুলিশ ব‍্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এ ঘটনায় আটককৃতদের জিজ্ঞাসাবাদে দেবাশীষের বাড়ি থেকে গত ২৫ এপ্রিল ২০২১ খ্রিঃ ঘটনার রাতে লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে পিবিআই।
পিবিআই সুত্র জানায়,ডিআইজি বনজ কুমার মজুমদার বিপিএম (বার),পিপিএম এর সঠিক তত্বাবধান ও দিক নির্দেশনা পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমীন এর নেতৃত্বে পিবিআই যশোরের একটি চৌকস দল খুলনা তেরখাদা উপজেলার মোকমপুর গ্রামের মোতালেব খাঁ ওরফে মোতাহার খাঁর ছেলে মোহাম্মদ সেলিম খাঁ ওরফে শহিদুল খাঁ (৩৮)রাত আড়াইটার দিকে তার নিজ বাড়ি থেকে এবং একই দিনে সকাল বেলায় পোনে নয়টার দিকে খুলনা দিঘলীয়া উপজেলার চন্দনী মহল গ্রামের মোহাম্মদ মোক্তার শেখের ছেলে মোঃ নান্টু শেখ(৪৯)কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।এ সময় অভিযুক্ত সেলিম খাঁর নিকট থেকে একটি স্বর্ণের আংটি এবং তাদের স্বীকারোক্তি মোতাবেক লুন্ঠিত বিক্রিত স্বর্ণ খুলনা সদর থানাধীন শহরের হেলাতলা “রিংকু ষ্টোর”নামক স্বর্ণের দোকান থেকে ০৬ ভরি ০৭আনা ০রতি ০৮পয়েন্ট ৭৫.১৮ গ্রাম স্বর্ণ গলানো অবস্থায় উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বরাত দিয়ে পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমীন জানান,আসামী সেলিম খাঁ ওরফে মহিদুল খাঁ তার সঙ্গীয় দলবল নিয়ে গত ২৬এপ্রিল ২০২১খ্রিঃ রাত ১২ টার সময় যশোর অভয়নগর উপজেলার চলিশিয়া গ্রামের ব‍্যবসায়ী দেবাশীষ সরকার ওরফে সঞ্চয় এর বাড়িতে ডাকাতির সময়কালে  ডাকাতদল দেবাশীষ সরকার ওরফে সঞ্চয় এবং তার স্ত্রী রিপা সরকার মা মিনতী সরকার  মেয়ে ও দেবাশীষ সরকারকে লোহার রড দিয়ে গুরুতর জখম করে বাড়িতে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ ১৯লাখ টাকা ডাকাতা করে নিয়ে যায়।তারা ডাকাতির লুন্ঠিত স্বর্ণালঙ্কার অভিযুক্ত নান্টু শেখ এর মাধ‍্যমে বিক্রি করে।
অভিযুক্ত নান্টু শেখ স্বর্ণের কাজ জানেন।সে ডাকাতির ঘটনায় লুন্ঠিত হওয়া স্বর্ণালঙ্কার নিয়ে গলিয়ে খুলনা সদর থানাধীন হেলাতলা “রিংকু ষ্টোর”নামক স্বর্ণের দোকানে অভিযান পরিচালনা করলে দোকানের মালিক জনৈক বিপ্লবকে জিজ্ঞাসাকালে তিনি ৬ভরি ০৭আনা ০৮রতি পয়েন্ট(৭৫.১৮ গ্রাম) স্বর্ণ গলানো অবস্থায় ক্রয় করেছেন বলে উক্ত স্বর্ণ বের করে দিলে তা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।সঠিক তদন্ত পূর্বক খুনি ও তার সহযোগিদের বিচারের আওতায় আনার দাবি বিচার প্রার্থীদের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আমাদের এন্ড্রয়েড এপস আপনার মোবাইলে ইন্সটল করুন।

Developer By Zorex Zira