1. admin@dwiptv.com : dwiptv.com :
  2. dwiptvnews2121@gmail.com : sub editor : sub editor
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন

যশোরে করোনা ভাইরাসে আরও মৃত্যু ১৫

 উৎপল ঘোষ (ক্রাইম রিপোর্টার) যশোর
  • আপডেট: রবিবার, ১৮ জুলাই, ২০২১
যশোরে করোনা ভাইরাসে আরও মৃত্যু ১৫
যশোরে করোনা ভাইরাসে আরও মৃত্যু ১৫

যশোরে করোনাভাইরাস ও উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের ১০ জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকি ৫ জন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর মিছিলে প্রতিদিন লাশ বাড়ছে। এদিকে, শনিবারের ৮৭৫ টি নমুনা  পরীক্ষার ফলাফলে ১৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় টিকা গ্রহণ করেছেন  ২হাজার ৯’শ ৪৪ জন।

 

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মৃতরা হলেন, যশোর শহরের রায়পাড়া এলাকার মকবুল হোসেনের স্ত্রী হাজেরা বেগম (৬০), সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের সামছুদ্দিন আলীর ছেলে মোতাহার (৭০), বাজে দুর্গাপুর গ্রামের আব্দুল খালেকের স্ত্রী জামেলা বেগম (৬০), বাঘারপাড়া উপজেলার ভিটাবল্যা গ্রামের সুলতানের স্ত্রী মোমেনা বেগম (৭০), চৌগাছা উপজেলার ফুলশারা গ্রামের মহাতাবের ছেলে আলাউদ্দিন (৬৫), ফরিদপুর গ্রামের কফিল উদ্দিনেরছেলে বজলুর রহমান (৭০), ঝিকরগাছা উপজেলার মোকারেকপুর গ্রামের আহম্মদ দফাদারের ছেল জরুন দফাদার (৭৭),

 

ঝিনাইদহের কোটচাঁদপুর গ্রামের আমির আলীর ছেলে সুমন (২৬) ও কালীগঞ্জ উপজেলার সদর আলীর ছেলে ইয়াসিন (৬০)। এছাড়া করোনার উপসর্গ নিয়ে ইয়োলোজোনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৫ জন। তারা হলেন যশোর শহরের ষষ্টিতলা এলাকার মৃত দাউদের স্ত্রী আমেনা খাতুন (৭০), সদর উপজেলার চাঁচড়া গ্রামের রশিদুর রহমানের ছেলে কাজী ওহিদুর রহমান (৬১), বাঘারপাড়া উপজেলার ধুপখালী গ্রামের ইসমাইল বিশ্বাসের ছেলে আবুল হোসেন (৯০), ঝিনাইদহের মহেশপুর উপজেলার ইসহাক আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৬০) ও মাগুরার শালিখা উপজেলার আড়–য়াকান্দি গ্রামের সামসুল্লাহ পাটোয়ারির ছেলে নুরুল ইসলাম ( ৬৫)।

 

যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ জানান, যশোর ২৫০ শয্যা  হাসপাতাল ছাড়াও করোনায় আক্রান্ত মৃত আরেকজন হলেন কেশবপুর উপজেলার বাসিন্দা। তিনি হোমআইসোলেশনে মারা গেছেন।  ডা. রেহেনেওয়াজ জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে ৪৮০ টি নমুনা পরীক্ষায় ১০৮ জনের করোনা শনাক্ত হয়। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৮৯ জনের র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ৮৯ জনের ফলাফল করোনা পজেটিভ আসে।

 

এছাড়া জিন এক্সপার্ট মেশিনে ৬ জনের নমুনা পরীক্ষায় ২ জনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু মেলে। মোট শনাক্ত ১৯৯ জনের  মধ্যে সদর উপজেলায় ১৬১ জন, ঝিকরগাছা উপজেলায় ১০ জন, অভয়নগর উপজেলায় ৩ জন, মণিরামপুর উপজেলায় ৬ জন, বাঘারপাড়া উপজেলায় ১ জন, শার্শা উপজেলায় ৮ জন ও চৌগাছা উপজেলায় ১০ জন রয়েছে। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, ১৭ জুলাই পর্যন্ত যশোর জেলায় ১৬ হাজার ৯শ’ ৩১ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। যশোরের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে মৃত্যু হয়েছে ২৬৩ জনের। এছাড়া ঢাকায় ৬ জন খুলনায় ৭ জন ও সাতক্ষীরার হাসপাতালে মারা গেছেন ১ জন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আমাদের এন্ড্রয়েড এপস আপনার মোবাইলে ইন্সটল করুন।

Developer By Zorex Zira