চকরিয়া পৌরসভার আপামর সকল স্তরে মানুষের দোয়া ও ৯টি ওয়ার্ড কাউন্সিলরদের সার্বিক সহযোগিতায় একনেক সভায় দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। চকরিয়া পৌরসভায় জাইকার প্রস্তাবিত ৬২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছেন। অনুমোদিত প্রকল্প গুলো হলো- ১/ চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডে উপ-শহর গড়ে তুলার জন্য আবাসন প্রকল্প, ২/ পৌরবাসির বিনোদনের জন্য চকরিয়া পৌর শেখ রাসেল শিশু পার্ক, ৩/ চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডে তরজঘাট ব্রিজ, ৪/ চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডে ফুলতলা মসজিদ হতে সাবেক ছাত্রনেতা হায়দার এর বাড়ি হয়ে রুহুল মিয়া কাচারি পর্যন্ত আরসিসি সড়ক, ৫/ ডাম্পিং ষ্টেশন, ৬/ টেনিং সেন্টার, ৭/ ঘনশ্যাম বাজার সংস্কার ও মার্কেট নির্মাণ, ৮/ চকরিয়া পৌরসভার ৬/৭ নং ওয়ার্ডে মগবাজার হতে মাছঘাট পর্যন্ত আরসিসি সড়ক, ৯/ চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডে বায়তুশ শরফ আরসিসি সড়ক, ১০/ চকরিয়া পৌরসভার আরসিসি ৪টি মাষ্টার ড্রেন, যথা # ২নং ওয়ার্ডে ১টি, # ৩নং ওয়ার্ড ১টি, # ৫নং ওয়ার্ডে ১টি, # ৬ নং ওয়ার্ডে ১টি, ১১/ চকরিয়া পৌরসভার ৫/৬ নং ওয়ার্ডে মগবাজারে মগ খালে মাতামুহুরি নদী পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ, ১২/ চকরিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডে অত্যাধুনিক লাইটিং এর জন্য বৈদ্যুৎ প্রকল্প, ১৩/ চকরিয়া পৌরসভা বাস টার্মিনাল আধুনিককরন প্রকল্প, ১৪/ চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডে ওমর আলি ঠিকাদার বাড়ি হতে আল ছালাম ক্লাব পর্যন্ত আরসিসি সড়ক, ১৫/ চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডে কালী মন্দির সড়ক ও হাজী পাড়া সড়ক আরসিসি নির্মাণ কাজ, ১৬/ চকরিয়া পৌরসভার সকল ওয়ার্ডে অসমাপ্ত সড়কগুলো এই প্রকল্পের অন্তর্ভুক্ত। চকরিয়া পৌরসভা মেয়র আলমগির চৌধুরী বলেন- আমি আপনাদের সকলের সহযোগীতা চাই এবং দোয়া করবেন, আমি চকরিয়া পৌরসভার উন্নয়ন চলমান ক্ষেত্রে সার্বিক সহযোগিতা কামনা করছি, আপনাদের সকলের দোয়ায় আমি চকরিয়া পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা গড়ে তুলতে চাই।
Leave a Reply