৬০ লাখ টাকায় জমি ক্রয় করছে গৌরীপুর কেরামতিয়া মসজিদ
ঐতিহ্যবাহী গুজিখা কেরামতিয়া মসজিদের জন্য ৬০ লাখ টাকার জমি ক্রয় করা হয়েছে। ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় মসজিদ প্রাঙ্গণে বুধবার সকালে এ সংক্রান্ত মুক্ত আলোচনার পর ২০ লাখ টাকার বায়নার চেক হস্তান্তর করা হয়।
মসজিদ কমিটির সভাপতি ও গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসিমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা পাপ্পু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী, রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল আমিন জনি, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল হক, মসজিদের ঈমাম মুফতি মাওলানা একলাস উদ্দিন নূরী, সাবেক পৌর কমিশনার শামসুল হক, সাংবাদিক আরিফ আহম্মেদ, কমিটির সদস্য এএইচ এম নুরুল হক, মোঃ আইনুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ ঈমান হোসেন, আব্দুর রাজ্জাক প্রমুখ।
Leave a Reply