লালমনিরহাটের হাতীবান্ধায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৪৯টি পরিবারের মাঝে ঢেউ টিন ও অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) দুপুরে হাতীবান্ধা উপজেলা চত্বরে হাতীবান্ধা উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রদত্ত এই টিন ও অনুদানের চেক বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লালমনিরহাট -১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এই টিন ও চেক বিতরণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন, বাংলাদেশ আওয়ামী লীগ হাতীবান্ধা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, পি,আই,ও ফেরদৌস হোসেন, হাতীবান্ধা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ডন সহ সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply