হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন ৭ নং জগদীশ পুর ইউনিয়নের অন্তর্গত জগদীশপুর তেমুনিয়া মুক্তিযোদ্বা চত্বর হইতে গোপন সংবাদের ভিত্তিতে ২০ কেজী গাজা সহ দুইজন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেন র্যাব -৯ সিপিসি -২.শ্রীমঙ্গল।
অদ্য ২৩শে জুলাই ২০২১ইংতারিখ ০৩.৫৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্্যপিড এ্যাকশন ব্যবটালিয়ন ৯ সিপিসি২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি অভিষান দল লেঃ কর্নের আবু মুসা, মোঃ শরীফুল ইসলাম, পিএসসি এএসসে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ও অতিঃ পুলিশ সুপার বসু দত্ত চাকমাএর নেতৃত্বে
হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন ০৭ নং জগদীশপুর ইউনিয়নের অন্তর্গত জগদীশ পুর তেমুনিয়া মুক্তিযোদ্ধা চত্বর এর ভাই ভাই মাষ্টার স্টোর এর সামনে মাধবপুর সিলেট পাকা রাস্তার উপর হইতে ২০ কেজী গাঁজা ০২ টি মোবাইল ও ০৩ টি সীমকার্ডসহ ধৃত আসামী-
১. মোঃমহরম আলী, পিতা মৃত কাচন আলী, গেরারুক থানা চুনারুঘাট হবিগঞ্জ(২৪)
২.হেলাল মিয়া(১৯), পিতা আফছার উদ্দিন সাং পশ্চিম পাকুরিয়া থানা চুনারুঘাট জেলা হবিগঞ্জ কে গ্রেফতার করেন এছাডাও আরো ২/৩ জন কৌশলে পালিয়ে যায়। আসামী দের প্রাথমিক জিঙ্গাসাবাদে জানা যায় তাহারা দীর্ঘ দিন যাবৎ মাদক দ্রব্য তথা গাজাঁ সংগ্রহ করত । জেলার বিভিন্ন স্থানে বিক্রি করত মাদক ।
Leave a Reply