সুন্দরগঞ্জের আইভি পরিবহনের মালিক ও বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রফমানের একমাত্র পুত্র শাহরিয়ার রহমান শিহাব(১৪)-কে গতকাল বৃহস্পতিবার রাতের আধারে কে বা কারা অপহরণ করে নিয়ে যায়।
এলাকাবাসী সুত্রে জানা যায় বৃহস্পতিবার আনুমানিক ১১টা ৩০ মিনিটে বাসায় যাওয়ার পথে অপহরণের শিকার হয় শিহাব। অনেক খোঁজাখুঁজি করার পর কোনো সন্ধান না মিললে থানায় সাধারণ ডায়েরি করে শিহাবের বাবা। অপহরণের একদিন পর শুক্রবার আনুমানিক বিকেল তিনটার দিকে লালচামারের চর সংলগ্ন নদী থেকে শিহাবের মরদেহ উদ্ধার করে ঐ অঞ্চলের এলাকাবাসী। শিহাবের পরিবারে যেন বিরাজ করছে শোকের ছাঁয়া। খুনিদের দৃষ্টান্তমূলোক শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসী।
Leave a Reply