১৯১৩ থেকে ১৯১৬ সালে প্রস্তুতকৃত ১৯৫৪ সালে সংশোধিত সি.এস ম্যাপ অনুযায়ী চট্টগ্রাম জেলার অন্তর্গত সন্দ্বীপ উপজেলার সীমানা নির্ধারণের দাবিতে নিউজে সহায়ক হিসেবে এবং সন্দ্বীপ উপজেলাধীন সাবেক ন্যায়ামস্তি ইউনিয়ন জেগে উঠার পর ঠেঙ্গার চর নামে পরিচিত পাওয়া বর্তমান ভাসান চর-কে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অধীন থানা ঘোষনার প্রতিবাদে গত ২৮ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় সন্দ্বীপ প্রেস ক্লাবকে তাঁদের কার্যালয়ে সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত হস্তান্তর করেন সন্দ্বীপ নাগরিক সমাজ।
তথ্য-উপাত্ত হস্তান্তরকালে সন্দ্বীপ নাগরিক সমাজ নেতৃবৃন্দ নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অধীনে ভাসান চর-কে থানা ঘোষণার প্রতিবাদ জানিয়ে বলেন-সন্দ্বীপ উপজেলার ভেঙ্গে যাওয়া সাবেক ন্যায়ামস্তি ইউনিয়নে যে চর জেগে উঠেছে সেটিই বর্তমান ভাসান চর। নোয়াখালীর সাথে চট্টগ্রামের সীমানা নির্ধারণ করা হলে এ চিত্রেই উঠে আসবে।
তথ্য-উপাত্ত হস্তান্তরকালে উপস্থিত ছিলেন- সন্দ্বীপ প্রেস ক্লাবের সভাপতি রহিম মোহাম্মদ, সন্দ্বীপ নাগরিক সমাজের প্রধান সমন্বয়ক ও সীতাকুন্ড ছোট দারোগার হাট তাহের-মনজুর কলেজের অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, এনাম নাহার হাই স্কুল মোড় ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি আসিফ আকতার, সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াছ সুমন, সন্দ্বীপ নাগরিক সমাজের সমন্বয়ক বাদল রায় স্বাধীন, সাংবাদিক ডা. মোজাম্মেল হোসেন, কবি ইসমাইল ফরিদ প্রমুখ।
Leave a Reply