কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক এ কে এম আবজালুর রহমান বাবুর নির্দেশনায় মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে।
সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংস্কৃতিক সম্পাদক ওয়াসিম আহমেদের সার্বিক তত্বাবধানে কোভিড ভ্যাকসিন নিবন্ধন কেন্দ্র চালু করা হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিবন্ধন কেন্দ্রের কার্যক্রম উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু। এতে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মোতালেব (মেম্বার), মহিলা ইউপি সদস্য মাহানুর বেগম,খাসকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আক্তার হোসেন সরদার, জেলা মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. জাহিদুল হক জাহিদ, সহসভাপতি মো. শাহাদাৎ হোসেন শিপু,
সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি কামাল হোসেন লাল, ধর্ম বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান খোকন কাল, বালুচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এ বি সিদ্দিক মন্টু, বালুচর ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ফয়সাল, ইসরাফিল আলম, সোহেল, গোলাম মোস্তফা প্রমূখ। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু বলেন, ৮ জন কর্মী ৮টি ল্যাপটপের মাধ্যমে বিনামূল্যে করোনা ভ্যাকসিন গ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন করে সাথে সাথে টিকা কার্ড দেয়া হবে এই পয়েন্ট। সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এখানে এসে নিবন্ধন করতে পারবেন যে কেউ। আমাদের এই কার্যক্রম পুরো আগষ্ট মাস জুড়ে জেলার বিভিন্ন ইউনিয়নে চলবে বলে জানান তিনি।
Leave a Reply