মুন্সিগঞ্জের সিরাজদিখানে হারানো মোবাইল উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিলেন সিরাজদিখান থানার পুলিশ। সোমবার ২৮ ফেব্রুয়ারী সন্ধ্যায় এএসআই রিপন মিয়া মোবাইল মালিক উপজেলার বয়রাগাদী ইউনিয়নের উত্তর গোবরদী গ্রামের হাজী আলী হোসেনের ছেলে মোঃ ইয়াছিন মেম্বার নিকট মোবাইল টি বুজিয়ে দেন। জানাযায় গত ১৫/৫/২১ তারিখ নিমতলা হইতে সিরাজদিখান বাজারে যাওয়ার পথে Readmi note 10 pro max হারিয়ে যাওয়ার পরে সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়রী করে জিডি করেন।
Leave a Reply