মুন্সিগঞ্জের সিরাজদিখানের বালুচরে জমির ফসল(সরিষা) লুট,বাধা দেওয়ায় হামলা করে দুই জনকে আহত করার অভিযোগ উঠেছে। আহত আজমল (৩৫) আলী হোসেন (৩২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন।
হাজী আবুল হোসেন (৫০) পিতাঃ হাজী ইব্রাহিম খলিল বাদী হয়ে সিরাজদিখান থানায় ৯ জনকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেন।
বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারী সকাল ৮টায় উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর এ ঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানাযায় বাড়ীর পাশে জমি হওয়ার কারনে প্রায় সময় পেশি শক্তি দেখিয়ে এই সম্পত্তি জোর দখল করার চেষ্টা করে ও নানা ভাবে হয়রানি করে হুমকি হয়। বর্তমানে এই সম্পত্তিতে সরিষা আছে। বিবাদীরা ইং ১৭/০২/২০২২ তারিখ সকাল অনুমান ৮ ঘটিকার সময় হইতে জমির সরিষা ফসল কাটিয়া চুরি করে নিয়ে যাওয়ার সময়। তাদের কাজে বাদী সহ ছোট ভাই আজমল (৩৫) চাচাতো ভাই আলী হোসেন (৩২) বাধা দিলে বিবাদীরা তাদেরকে কে মারধর করিয়া আহত করে জমি থেকে তাড়াইয়া দেয়, জীবনে শেষ করবে বলে প্রকাশ্যে হুমকি দেয়। বিবাদীরা পেশি শক্তি দেখিয়ে জমির ফসল কাটা অনুমান ৫০,০০০/=টাকার জমির সরিষা নিয়াছে। আরো জানাযায় আসামীদের বিরুদ্ধে থানায় একাধিক লিখিত অভিযোগ ও বিজ্ঞ আদালতে একাধিক মামলা রয়েছে।
এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply