মোবাইল ফোনের পরিচয়ের সূত্র ধরে প্রেমের ফাঁদ পেতে অপহরণ করে বিকাশের মাধ্যমে এক ব্যাংক কর্মকর্তার নিকট থেকে ২ লক্ষ টাকা মুক্তিপন আদায় করেছে অপহরনকারী চক্র। দীর্ঘ দিনের প্রেমের সূত্র ধরে গত ০৫/০৩/২০২১ইং তারিখ অনুমান ০৪.১৫ ঘটিকায় ভিকটিম সিএনজি অটোরিক্সা যোগে রাহাত্তরপুল পৌছে দেখা করার উদ্দেশ্যে অজ্ঞাত নামা তরুণীকে ফোন করলে সে তার পরিচিত মোঃ রায়হান (২৮) নামে এক যুবককে বাকলিয়া থানাধীন রাহাত্তরপুল পাঠিয়ে তার সাথে অজ্ঞাতনামা তরুণীর বাসায় যেতে বলে। মোঃ রায়হান (২৮) এর কথামত ঐ মেয়ের সাথে দেখা করার উদ্দেশ্যে বিকাল অনুমান ০৪.৩০ ঘটিকায় বাকলিয়া থানাধীন রাহাত্তরপুল চান্দাপুকুরস্থ বিসমিল্লাহ টাওয়ারের পিছনে খালি জায়গায় পৌছলে সেখানে পূর্ব থেকে উপস্থিত থাকা মোঃ শহিদ আলম লেদু (৩০), মোঃ হেলাল উদ্দীন এরশাদ (৩০), মানিক প্রঃ কেচো মানিক (৩২),মোঃ সালাউদ্দিন প্রঃ মাইকেল (২৯),মোঃ গিয়াস উদ্দীন (২৯), মোঃ জাহাঙ্গীর আলম (৩০),হিরু (২৭),অনিক(২৬) ভিকটিমকে ঘিরে ধরে এবং অজ্ঞাতনামা তরুনীর সাথে অবৈধ সম্পর্ক করতে এসেছে বলে অপবাদ দেয়। তারা ভিকটিমকে মেয়ে সহ পুলিশের কাছে ধরিয়ে দিবে বলে হুমকি দিয়ে ভিকটিমের কাছ থেকে ০২ লক্ষ টাকা দাবী করে। এতে ভিকটিম রাজী না হলে, ছোরা ও অস্ত্র বের করে তার বুকে ও পেটে ঠেকিয়ে টাকা না দিলে প্রাণে হত্যা করবে বলে হুমকি দেয়। তখন ভিকটিম প্রাণভয়ে উপায়ন্তুর না দেখে তার ছোট ভাইকে ফোনে বিপদের কথা বলে ০২ লক্ষ টাকা পাঠাতে বলে। তার কথামত ব্যাংক কর্মকর্তার ছোট ভাই সাইদুর রশিদ (২৪) তাদের দেওয়া কয়েকটি নাম্বারে ধাপে ধাপে মোট ২,০০,০০০/- টাকা বিকাশে প্রেরণ করে। টাকা প্রাপ্তির পর তারা ভিকটিমকে ছেড়ে দেয়।
ভিকটিমের এরূপ অভিযোগের ভিত্তিতে বাকলিয়া থানায় নিয়মিত মামলা রুজু হয়। মামলা রুজু হওয়ার পর মাননীয় উপ-পুলিশ কমিশনার জনাব এস এম মেহেদী হাসান, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের নির্দেশে অতিঃ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব পলাশ কান্তি নাথ ও সহকারী পুলিশ কমিশনার (চকবাজার জোন) জনাব মুহাম্মদ রাইসুল ইসলাম এর তত্ত্বাবধানে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ রুহুল আমীনের নেতৃত্বে বাকলিয়া থানার একটি চৌকষ টিম ঘটনাস্থল হতে ভিডিও ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের সনাক্ত করে চট্টগ্রাম মহানগর এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনার সহিত জড়িত থাকার অভিযোগে মূল পরিকল্পনাকারী মোঃ শহিদ আলম লেদু (৩০) সহ মোঃ জাহাঙ্গীর আলম (৩০), মোঃ রায়হান (২৮), মোঃ গিয়াস উদ্দীন (২৯) দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার কালে তাদের নিকট হতে একটি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরি লোহার এলজি, ০২ টি স্টীলের তৈরী টিপ ছোরা উদ্ধার করা হয়।
Leave a Reply