এসআই/মোঃ মোমিনুল হাসান সঙ্গীয় অফিসার ফোর্স সহ ডিউটি করাকালে ০৯/০৪/২০২১খ্রিঃ তারিখ রাত অনুমান ২২.৩৫ ঘটিকায় কোতোয়ালী থানাধীন ৩৭নং মহিম দাশ রোড সংলগ্ন এলাকা হতে মোঃ দিদারুল আলম মাসুম প্রকাশ আবু তাহের মাসুম প্রকাশ মাসুম (৩৫) কে ০১(এক)টি দেশীয় তৈরী এলজি এবং ০২ (দুই) রাউন্ড কার্তুজ সহ আটক করেন।
জিজ্ঞাসাবাদে সে জানায় অবৈধ অস্ত্রগুলি নিয়ে প্রতিনিয়িত সন্ধ্যা হতে ভোর বেলা পর্যন্ত কোতোয়ালী থানা এলাকার রেলওয়ে স্টেশন, নিউ মার্কেট মোড়, আমতল, শাহ আমানত মার্কেট, আন্দরকিল্লা, জামালখান, ব্রীকফিল্ড, ফিশারীঘাট সহ নগরীর বিভিন্ন এলাকায় পথচারী, সিএনজি বা বাসে থাকা যাত্রীদের নিকট হতে সুযোগ বুঝে তাদের সাথে থাকা মোবাইল, অর্থ, স্বর্ণালংকার ছিনিয়ে নেয়া সহ বিভিন্ন রকমের অপরাধমূলক কর্মকান্ড করে থাকে।
Leave a Reply