ঘটনার বিবরণঃ সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগ গত ১৫/০৬/২০২১খ্রিঃ তারিখ সিএমপির খুলশী থানার মামলা নং-১৪, তারিখ-১১/০৬/২০২১খ্রিঃ, ধারা-সন্ত্রাস বিরোধী আইন ২০০৯(সংশোধনী-২০০৩) এর ৬(২)(ঈ)/৮/১০/১১/১২/১৩ সংক্রান্তে ইতিপূর্বে এজাহারনামীয় গ্রেফতারকৃত ও রিমান্ডে থাকা মো: শাখাওয়াত আলী @ লালু(৪০) এর প্রদত্ত তথ্য অনুযায়ী তাহার সনাক্তমতে আকবরশাহ্ থানাধীন ফিরোজশাহ্ এলাকা হইতে সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করিয়া মোঃ শামীমুর রহমান @শফিক হুজুর @শামিম হুজুর(৪৩) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত “আনসার আল ইসলাম” এর ০১ জন সক্রিয় সদস্য।
গ্রেফতারকৃত ব্যক্তিকে সিএমপির খুলশী থানার মামলা নং-১৪, তাং-১১/০৬/২০২১খ্রিঃ, ধারা-২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইন (সংশোধনী/২০১৩) এর ৬(২)(ঈ)/৮/১০/১১/১২/১৩ সংক্রান্তে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply