সকল বাধা-বিপত্তি পেরিয়ে মুক্তির ছাড়পত্র পেয়ে ঈদ এ মুক্তির ঘোষণা দিলো সিনেমার পরিচালক সাদেক সিদ্দিকী। এর পূর্বে শেষ হয় আমিন খান ও পপি অভিনীত ডাইরেক্ট অ্যাটাক ছবির কাজ। ছবির পরিচালক সাদেক সিদ্দিকী জানিয়েছেন, করোনা এবং কিছু টেকনিক্যাল কাজের জন্য আটকে ছিল ছবির কাজ। অবশেষে সবকিছু ভালোভাবেই শেষ হয়েছে। তাই আগামী ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।কারণ এটি বড় বাজেট এর সিনেমা ঈদ ছাড়া লগ্নি ফেরত সম্ভব নয়।
সিনেমা সম্পর্কে আমিন খান বলেন, দর্শক যেমন চরিত্রে আমাকে পর্দায় দেখতে চায়,ঠিক তেমন একটি চরিত্র, অনেকদিন পর আমার সিনেমা বড় পর্দায় আসছে,দর্শকরা আমার চরিত্রটি উপভোগ করবে।
এ ছবি নিয়ে পপি বলেন, ডাইরেক্ট অ্যাটাক আমার অভিনয় ক্যারিয়ারের ভিন্ন ধরনের একটি ছবি। এতে দর্শক আমাকে একজন দুর্নীতিবিরোধী ডিবি অফিসারের ভূমিকায় দেখতে পাবেন। গল্পেও আছে ভিন্নতা। ২০১৮ সালে এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম। নানা বাধা অতিক্রম করে তিন বছর পর ছবিটি ঈদ এ মুক্তি পেতে যাচ্ছে জেনে ভালো লাগছে।আমার বিশ্বাস ছবিটি চলমান সমাজ বাস্তবতা নিয়ে দর্শককে ভাবাবে।
সিনেমাটিতে আরো অভিনয় করছে ইমন, শিরীন শীলা সহ আরো অনেকেই।
Leave a Reply