দেশের স্বনামধন্য দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে হেনস্থা ও আটকের প্রতিবাদে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজের) আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার(১৮ মে) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়।
সিইউজের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলামের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে চট্টগ্রামের সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলাম দেশের একজন স্বনামধন্য রিপোর্টার। একজন অনুসন্ধানী সংবাদকর্মী হিসেবে দেশে-বিদেশে তার স্বীকৃতি রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানা অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ করার আক্রোশেই সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে হেনস্তা, হয়রানি ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
এটি স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। অবিলম্বে রোজিনা ইসলামকে মুক্তি দিতে হবে। একই সঙ্গে তাকে যারা আটকে রেখে হেনস্তা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
Leave a Reply