সন্দ্বীপে পারিবারিক শক্রতার জের ধরে হারামিয়া ৩নং ওয়ার্ডের কাছিয়াপাড় এলাকার রজত আলী সওদাগরের বাড়ীতে মোঃ সুফিয়ানের মৃৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য থানা নেওয়া হয়েছে, জড়িত সন্দেহে সন্দ্বীপ থানা পুলিশ একজনকে গ্রেফতার করেছে বলে নিহত সুফিয়ানের পিতা হেদায়েত উল্যাহ দ্বীপ টিভি’র প্রতিবেদক কে জানান।
Leave a Reply