সন্দ্বীপে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম মো.সামশুল আলম (৯১)। তিনি মাইটভাঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আব্বাস মাঝির বাড়িত বাসিন্দা।
গতকাল ১৯ মে বুধবার সামশুল আলম তার পুত্রবধূর ঘরে মঙ্গলবার রাতে খাওয়াদাওয়া করে নিজেদের কক্ষে ঘুমতে যায়। বাড়ির লোকজন সকালে ঘুম থেকে উঠে বাড়ির পিছনে বাগানে সামশুল আলমের ঝুলন্ত লাশ দেখতে পায়।পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। সন্দ্বীপ থানার পুলিশের এস আই মনোয়ার হোসেন বলেন, আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পোস্টমর্টেম এর জন্য পাঠিয়েছি।রিপোর্ট আসলে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply