রহমতপুর সহ পুরা সন্দ্বীপের পরিচিত একটা নাম সন্দ্বীপ রহমতপুর হাই স্কুল থেকে সুনামের সাথে দীর্ঘ কর্মজীবন পরিসমাপ্তি ছিদ্দিক ভাইয়ের, ছোট বড় সবার সাথে খুবই বন্ধু সুলভ আচরণ করেন সবসময়। এসময় শিক্ষার্থীরা দ্বীপ টিভি ডট কম প্রতিনিধিকে বলেন আমাদের ছিদ্দিক ভাই তিনি একজন খেলা পাগল মানুষ, ক্রীড়াঙ্গনে আছে তাহার দারুন বিচরন। শিক্ষার্থীরা বলেন ছিদ্দিক ভাইয়ের অবসর সময় গুলা কাটুক অনেক সুখ শান্তি ও আনন্দের মধ্যদিয়ে এটাই কামনা করেন রহমতপুর হাই স্কুলের শিক্ষার্থীবৃন্দ, ভালো থাকবেন আমাদের প্রানের ছিদ্দিক ভাই, শিক্ষার্থীরা বলেন মহান আল্লাহ ছিদ্দিক ভাইকে দীর্ঘ জীবি করুক, আমিন।
Leave a Reply