সন্দ্বীপের কৃতিসন্তান গরীব দুঃখী ও মেহনতী মানুষের পরম বন্ধু সন্দ্বীপের আলোকিত ব্যাক্তি সন্দ্বীপের মানুষের গৌরব সৎ বিনয়ী ও শিক্ষানুরাগী যুক্তরাষ্ট্রের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন এর সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট দানবীর আলহাজ্ব আব্দুল কাদের মিয়া তার প্রানপ্রিয় সন্দ্বীপের মানুষের সাথে ব্যস্ততম একটি দিন অতিবাহিত করলেন। সন্দ্বীপের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন সবার প্রিয় আলহাজ্ব আব্দুল কাদের মিয়া।
পবিত্র রমজানের ইফতার সামগ্রী বিতরণ করতে বাউরিয়া থেকে সারিকাইত-মগধরা থেকে মাইটভাংগা সবার খোজ খবর নিতে তার অবিরাম পথ চলা। এরই মাঝে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধাদের সাথে কুশল বিনিময় ও ইফতার সামগ্রী বিতরণ সবই যেন বিরামহীন পথচলা। এ যেন সন্দ্বীপ বাসীর জন্য এক আলোকবর্তিকা।
বিভিন্ন ইউনিয়নের জনসাধারণ- গাছুয়া, সন্তোষপুর, আমানউল্লাহ, বাউরিয়া, রহমতপুর, হরিশপুর, মগধরা, সারিকাইত ও মাইটভাংগা বাসী ইফতার সামগ্রী পেয়ে কৃতজ্ঞচিত্তে প্রিয় আব্দুল কাদের মিয়াকে সন্দ্বীপের একজন ক্লিন ইমেজের ব্যাক্তি হিসাবে অভিহিত করেন এবং তার দান অনুদান গুলোর সুফল সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌছে যাচ্ছে বলে একমত পোষন করা হয়।
Leave a Reply