শ্রীনগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ স্ত্রীকে গলাকেটে হত্যা করেছে এক পাষন্ড স্বামী। এ ঘটনায় মুন্সীগঞ্জ বিজ্ঞ আদালতে স্বামী স্বীকারোক্তিমূলক জবান বন্দি দিয়েছে বলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়েছে শ্রীনগর থানা পুলিশ। আজ শুক্রবার বিকেল সারে ৪ ঘটিকায় শ্রীনগর থানায় এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মোঃ আসাদুজ্জামান, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়েতুল ইসলাম ভূঞা, ওসি হেলাল উদ্দিন(তদন্ত), মোঃ আজগর (অপারেশন)। ব্রিফিংয়ে পুলিশ জানায়, এর আগে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বালাসুর বানিয়াবাড়ি এলাকার বাঘাডাঙ্গার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় পুলিশ স্ত্রী পারভীন আক্তার (৩৫) এর গলাকাটা লাশ উদ্ধার করে।
এ ঘটনায় পুলিশ পারভীন আক্তারের স্বামী অহিদ মুন্সী (৩৮) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে মুন্সীগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করলে স্বীকারোক্তিমূলক জবান বন্দি দেয়।
পারভীন আক্তার ও অহিদ মুন্সী দম্পতির সম্পা(১৬), মিম(৮), জান্নাত(৪) নামে ৩ মেয়ে ও ইয়াসিন (১২) নামে ১ ছেলে রয়েছে। তাদের বড় মেয়ে সম্পার গত শুক্রবার বিয়ে হয়।
Leave a Reply