শ্রীনগরের ঢাকা-দোহার সড়কের উত্তর কামারগাঁও এলাকায় পাকা ব্রিজে ট্রাক মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শ্রীনগর ফায়ার সার্ভিস অফিসার ওয়ার হাউজ ইন্সপেক্টর মাহফুজুর রহমান রিবেন জানান,রবিবার দুপুর ১টা ৩০মিনিটে ঢাকাগামী ট্রাক ঢাকা-মেট্রো ট- ২৫-১৫৪৬ এর সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ঢাকা- মেট্রো- ল ২৪-৭৬৪৬শের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে সাবেক সেনাকর্মকর্তা সার্জেন মোক্তার হোসেন (৫৫) নিহত হলে, তাকে উদ্ধার করে শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়।
এলাকাবাসী জানান,কামারগাঁও পাকাব্রিজে আল-আমিন বাজারে যাওয়ার পথে বিপরীতমুখী ইট বোঝাই ট্রাকটি বেপরোয়া গতিতে এসে নিহত মোক্তার হোসেনের মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত সাবেক সেনাকর্মকর্তা মোক্তার হোসেন ভাগ্যকূল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা। শ্রীনগর থানার উপ-পরিদর্শক তন্ময় মন্ডল জানান, নিহতের মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে।
Leave a Reply