“এতো ভালো হয় কি মানুষ জগত সংসারে ?” জি হয়। আমাদের একজন নিপুন আছে। সত্যের অকপট উচ্চারন যার সহজাত স্বভাব। অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ যার দর্শন। মানবিকতা যার অন্তরে লালিত মুল্যবোধে প্রধান অনুসঙ্গ। চিত্তের দৃঢ়তা যার চলন শক্তি। আলোকিত পরিবারের ঐতিহ্য যার সততার প্রেরণা। উচ্চশিক্ষা যাকে করেছে আলোকিত- তিনিই আমাদের প্রিয় অভিনেত্রী এবং চলচ্চিত্র শিল্পী সমিতির প্রথম প্রমিলা সাধারন সম্পাদক নিপুন আক্তার। আজ ৯জুন ২০২২ রোজ বৃহস্পতিবার প্রিয় নিপুন’র শুভ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা এবং দোয়া রইল।
Leave a Reply