গত শনিবার প্যারিসের বাস্তিলে ডিসকো ক্লাবে ভোর ৫টায় কাজ শেষে অন্য কলিগদের সাথে খাবার খেতে গলির ভেতর একটি রেস্টুরেন্টে যান সোহেল রানা । নিজে খেয়ে সন্তানের জন্যও একটি পিজা নেন । সবাই যার যার পথে চলে যাবার পর তিনিও বাসার উদ্দেশ্যে রওনা হতেই কয়েকজন কৃষ্ণাঙ্গ যুবক তার পথ রোধ করে বোতল দিয়ে মাথা আঘাত করে এলোপাথারি লাথি মেরে অজ্ঞার করে ফেলে । পাশেই সোহেলের পরিচিতি এক রেস্টুরেন্ট মালিক সোহেল কে চিনতে পেরে পুলিশে খবর দিয়ে তাকে উদ্ধার করে । অবশেষে ৪ দিন মৃত্যুর সাথে লড়াই করে আজ সকাল ৭টায় সোহেল মারা যান ।
তার এক নিকটাত্মীয়ের সাথে কথা বলে জানা যায়, সন্ত্রাসীরা তাকে নির্মম ভাবে মেরে আহত করলেও তার ফোন ও সাথে থাকা অন্যান্য জিনিষ অক্ষত ছিল । মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার নিবাসী সোহেল রানা গত ১১ বছর যাবত প্যারিসে বসবাস করছেন । ৪ বছর আগে তিনি স্ত্রীকে প্যারিসে আনেন । তাদের প্রায় তিন বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে । পরিবার নিয়ে তিনি ফোর্ট দা অভারভিলায় বসবাস করতেন । সোহেলের মৃত্যুতে প্যারিসে বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে ।
Leave a Reply