শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে সিবোট দুর্ঘটনায় ২৫ যাত্রী নিহত হয়েছে।
আজ সোমবার সকাল পোনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মাওয়া নৌ পুলিশের আইসি এ তথ্য নিশ্চিত করেছে।
মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি আইসি সিরাজুল কবির জানান, লকডাউনের কারণে সিবোট চলাচল বন্ধ। তার পরেও পালিয়ে পালিয়ে মাঝে মধ্যে ঘাটের বাইরে থেকে ২-১ টা সিবোট চলাচল করছে। আজ সোমবারা সকালে একটি সিবোর্ট বাংলাবাজার ঘাটের কাছে একটি বাল্ক হেডের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিবোটটি দুমড়ে মুচড়ে যায়। এসময় আহত হয়ে ৩ শিশু সহ ২৫ জন ব্যক্তি ঘটনাস্থলেই মারা যায়।
বাকী আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কেউ নিখোঁজ আছে কিনা তা তিনি নিশ্চিত করতে পারেননি তিনি। তাছাড়া সিবোটটি কোথা থেকে ছেড়ে গেছে তাও তিনি জানাতে পারেননি।
Leave a Reply