যশোর শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল সংলগ্ন জিবলেতলা পাচঁপুকুর নামকস্থানে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা লোকাল বাস ও ঢাকা থেকে ছেড়ে আসা একে ট্রাভেল এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
আজ সকাল আনুমানিক ছয়টার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লোকাল বাস (ঢাকা মেট্রো – জ 14 -0145 ও ঢাকা থেকে ছেড়ে আসা একে ট্রাভেল পরিবহণ (ঢাকা মেট্রো – ব –14 – 5486) বাগআঁচড়া সাতমাইল জিবেতলা পাঁচ পুকুর নামকস্থানে পৌঁছালে ঘন কুয়াশার কারণে একে অপরকে দেখতে না পারায় মুখোমুখি সংঘর্ষের সৃষ্ঠি হয়।এতে যাত্রীবাহী বাস ও পরিবহণের যাত্রীদের মধ্যে অনেকেই আহত হয়।
নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক টিটু কুমার দেবনাথ বলেন,সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রবাহী বাস ও ঢাকা থেকে ছেড়ে আসা একে ট্রাভেলস পরিবহণ ঘন কুয়াশার কারণে একে অপরকে দেখতে না পাওয়ায় সাইট ক্রসিং করার সময় এই সংঘর্ষের সৃষ্ঠি হয়। তবে ঘটনাস্থল থেকে এলাকার জনসাধারণের প্রচেষ্টায় অনেক আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ও ক্লিনিকে পাঠানো হয়।এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের ঘটনা ঘটেনি।
Leave a Reply