লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের বৌলতলী গ্রামে পূর্ব শত্রুতার জেরে ৪ জনকে পিটিয়ে জখম করা হয়েছে। এরা হলেন আলী আকবর সরদারের ছেলে ফারুক সিকদার (৩৮) ইমরান সিকদার (২৯) আলী আকবর শিকদার (৬৫) ও স্ত্রী ফয়জুন্নেসা (৫৫)। এদের মধ্যে ফারুক সিকদারের অবস্থা আশঙ্কাজনক।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার দুপুর বারোটার দিকে নিজ বাড়িতে মৃত সিদ্দিক শিকদারের ছেলে মনোয়ারা সিকদার (৪৪) মোতালেব সিকদার (৪২) মনোয়ারা সিকদারের ছেলে মুন্না শিকদার (১৮), মনোয়ারা সিকদার ও মোতালেব শিকদারের স্ত্রীরা দেশীয় অস্ত্র শাবল, টেটা দিয়ে আঘাত করেন। বাড়ির লোকজন ও স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
আহত ইমরান সিকদার বলেন শুক্রবার দুপুর বারোটার দিকে আমাদের রান্না ঘরের বেড়া ভাঙতে শুরু করে মনোয়ারা সিকদার ও মোতালেব সিকদার আমি তাদের কে বাধা দিলে তারা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে করে আমিসহ আমার মা বাবা ও বড় ভাই গুরুতর আহত হই।
Leave a Reply