লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় জমি বিক্রির দালালির টাকা ভাগাভাগির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শাহিন মিয়া (৩৪) এক যুবক নিহত হয়েছেন। নিহত শাহিন পৌরসভার ৫ নং ওয়ার্ডের বানিয়াপাড়া এলাকার সুলতান হোসেনের ছেলে বলে জানা যায়।
মঙ্গলবার (২৭ এপ্রিল ২০২১ইং) রাত সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বড় ভাই আব্দুল কাদের বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, পৌরসভার বানিয়াপাড়া একই এলাকার দুলাল হোসেন (৫৫), নবিউদ্দিন ওরফে ভুট্টু মিয়া (৪৩) ও তার ছেলে শামীম (২১)।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, ওই এলাকার বাসিন্দা আব্দুল কাদের (৪২) সম্প্রতি একটি জমি বিক্রির দালালি/ মধ্যস্থতা করেন। ওই জমি বিক্রির দালালির টাকা নিয়ে একই এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে বুলু মিয়ার (৪৮) সাথে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে গতকাল মঙ্গলবার বিকেল ৪ টার দিকে বুলু মিয়ার সাথে আব্দুল কাদেরের তর্ক হয়। তর্কের জের ধরে পরবর্তীতে ইফতারির পর রাত সাত টার দিকে বুলু মিয়া অন্তত ২৫/৩০ জন লোক নিয়ে আব্দুল কাদেরের গিয়ে চিৎকার শুরু করে, এমন সময় আব্দুল কাদেরের বাড়ির লোকজন বেরিয়ে এলে লোকজনদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষ দেশি অস্ত্র, বাঁশের লাঠি ও লোহার রড ব্যবহার করেন।
সংঘর্ষে আব্দুল কাদেরের ছোট ভাই শাহিন মিয়া গুরুত্বর আহত হন। স্থানীয়রা শাহিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। রংপুরে নেয়ার পথে জলঢাকা এলাকায় রাত সাড়ে দশ টার দিকে শাহিন ইন্তেকাল করেন।
পরবর্তীতে পাটগ্রাম থানা পুলিশ নিহতের লাশ থানায় নিয়ে আসে। আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। রাতেই নিহতের বড় ভাই আব্দুল কাদের বাদী হয়ে ১৭ ব্যক্তির নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন, তিনি বলেন এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য লালমনিরহাট মর্গে পাঠানো হয়েছে। এজহারনামীয় তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদেরকে লালমনিরহাট জেলা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বলে আমাদেরকে জানান।
Leave a Reply