লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার কলেজ মোড় পেট্রোল পাম্প সংলগ্ন রাস্তার পাশে একটি মাঠের ভিতরে একটি সাদা মাইক্রোবাসের ভিতরে অভিযান চালানো হয়,গোপন সংবাদের ভিত্তিতে ১ হাজার পিচ ইয়াবা সহ ২ জনকে আটক করেছ RAB 13 এর সদস্য ও ডিবি পুলিশ।
তথ্য সুত্র যানা যায় যে দহগ্রাম থেকে আসা ২ জন মাদকদ্রব্য মোটরসাইকেল নিয়ে বাউরা মুখি রোডে যাওয়ার সময় পাটগ্রাম উপজেলার কলেজ মোড় পেট্রোল পাম্প সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় আটক করেন ডিবির একটি দল, পরে RAB এর কাছে হস্তান্তর করে ডিবি পুলিশ,
আটককৃত হলো, মোঃ আলম হোসেন পিতা মোঃ শহিদুল ইসলাম ও মোঃ শরিফুল ইসলাম পিতা মোঃ মকলেছুর রহমান উভয়ের বাসা দহগ্রাম।
আটককৃতদের ডিবি পরে র্যাব ১৩ এর কাছে হস্থান্তর করা হয়েছে বলে জানা যায়।
এই বিষয় পাটগ্রাম থানায় ফোন দিলে তদন্ত আফিসার জানায়, এ বিষয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আসে নাই , এ বিষয়ে জানতে পারলে আমরা আপনাদের কে আবশই জানাবো, আর আমাদের জানা মতে যথা সম্ভব ডিবি পুলিশ নিয়ে গেছে বলে জানা যাচ্ছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সঠিক কোন তথ্য পাওয়া যায়নি পাওয়া মাত্রই নিউজ এর মাধ্যমে জানিয়ে দিবো।
Leave a Reply