৪র্থ শিল্প বিপ্লবে উন্নত বাংলাদেশ বিনির্মাণে ২০৪১ সালের মধ্যে তথ্যপ্রযুক্তি নির্ভর দক্ষ মানব সম্পদ সৃষ্টির লক্ষ্যে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের দিক নির্দশনায় লাকসাম উপজেলা প্রশাসনের উদ্যোগে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে রোবটিক্স ও প্রোগ্রামিং রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ মে থেকে আরম্ভ হয়ে আজ ১৮ মে পর্যন্ত লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রশিক্ষণ গ্রহণ করেন৷ আজ বুধবার সমাপনী প্রশিক্ষণে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিন, লাকসাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াছমিন চৌধুরী, লাকসাম উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারহানুর রহমান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মবিন হোসেন, লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম ভুঁইয়া, সহকারী শিক্ষক মো. তাহমিদ রহমান, মুহাম্মদ আনিসুর রহমান, জুবায়ের আহমেদ, ফাতেমা খায়রুন্নেছা, কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় থেকে আগত প্রশিক্ষক মো. সাহিকুর রহমানসহ আরো অনেকে। উল্লেখ্য, লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তিনটি ব্লুটুথ কন্ট্রোল কার তৈরি করেছেন৷ মোট ১০ জন শিক্ষার্থী ৩ টি গ্রুপ করে ৩ টি গাড়ী তৈরি করেছেন। এই ব্লুটুথ রোবট/ গাড়ীর মাধ্যমে নিজস্ব কমান্ডে সকল কাজ করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী শিক্ষার্থীরা ৷
Leave a Reply