কুমিল্লা লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউপির সিং জোড় (পূর্ব পাড়ার) মিস্তিরি বাড়িতে ভগ্নিপতি বাড়িতে শালিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭) রাতে যেকোনো সময় এ ঘটনা ঘটে বলে ধারনা করছেন এলাকাবাসী । ভগ্নিপতি শাহাদাত লাকসাম ইউপির সিংজোড় গ্রামের পূর্ব পাড়ার মেস্তরি বাড়ির প্রবাসী মীর হোসেনের ছেলে।
মৃত শারমিন আক্তার (১৪) শালিকা লাঙ্গলকোট, মুক্ররপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামের শাহ আলমের মেয়ে। সেই অষ্টম শ্রেণির ছাএী বলে পরিবার সূত্রে জানা যায়। ঘটনার দিন ভগ্নিপতি শাহাদাত নতুন বাড়িতে ছিল। মৃত শারমিন ও শাহাদাত এর ছেলে ঘটনার দিন রাতে পুরান বাড়িতে ঘুমায়। পরিবার সূএে জানা যায় ভগ্নিপতির বাড়িতে ৫/৬ পূর্বে মৃত শারমিন বেড়াতে আসেন বড় বোনের বাড়িতে। তবে শাহাদাতের ছোট হৃদয়কে এ ঘটনার নিয়ে এলাকার জনমনে নানাহও প্রতিকিয়ার সৃষ্টি হয়েছে। লাকসাম থানা অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানোর জন্য প্রস্তুতি চলছে রিপোর্ট আসলে সঠিক তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply