করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লার লাকসাম মাস্ক বিতরণ করেছে পুলিশ। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বুধবার দিনব্যাপী লাকসাম দৌলতগঞ্জ বাজারের বিপনী বিতানগুলোতে জনসচেতনতা তদারকি করেন লাকসাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মহিতুল ইসলাম।
এসময় জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বিতরণ করে পুলিশ কর্মকর্তারা।
সচেতনতা বৃদ্ধির অভিযানে উপস্থিত ছিলেন, লাকসাম থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া ও তদন্ত ইনচার্জ তোফাজ্জল হোসেন সহ লাকসাম থানার সকল পুলিশ কর্মকর্তা।
লাকসাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মহিতুল ইসলাম বলেন,‘ইনশাআল্লাহ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা সম্ভব হবে। সাম্প্রতিক পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যাবশ্যক।
প্রাথমিক ভাবে আমরা স্বাস্থ্যবিধি অমান্যকারীদেরকে সচেতন করেছি। পরবর্তীতে কেউ স্বাস্থ্যবিধি অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply