কুমিল্লার লাকসামে ঐতিহাসিক ৭ই মার্চ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ই মার্চ) সকালে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিনের সূচনা হয়। লাকসাম উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা একে এম সাইফুল আলমের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, পৌরসভার নির্বাহী প্রধান নিলুফার ইয়াসমিন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, যুদ্ধকালীন প্লাটুন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ননী, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস মিয়া, লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন ভূঁইয়া সহ রাজনৈতিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর ভাষণ, নৃত্য, গান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply