১৬ই ডিসেম্বর সারাদেশের ন্যায় কুমিল্লায় লাকসামে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৫০তম মহান বিজয় দিবস ও সুবর্ণ জয়ন্তি পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার প্রত্যুষে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসেন শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী বেসরকারী ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় উপজেলা পরিষদ চত্তরে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে ও স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, পুলিশ, লাকসাম উপজেলা ও পৌর আওয়ামী লীগের সকল নেতাকর্মী কর্মী।
মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী- বেসরকারী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো পুস্পস্তবক অর্পণ করেন। সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুজকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে লাকসাম সরকারি পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান এড. ইউনুস ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম।
এসময় উপস্থিত ছিলেন, পৌরসভা আ’লীগ সাধারণ সম্পাদক মহব্বত আলী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, পৌরসভা নির্বাহী অফিসার নিলুফার ইয়াসমিন চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান পড়শী সাহা, ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিন শামিম, মোঃ ওমর ফারুক, উপজেলা যুবলীগ সদস্য মোশারফ হোসেন মজুঃ, মোঃ মনির হোসেন, মাসুদ পারভেজ রনি, চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুঃ, সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন সানি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার, পৌর ছাত্রলীগ সভাপতি সাইফ খাঁন স্বাধীন, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ প্রমুখ।
দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো চিত্রাংকন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, জাতীয় শপথ, মসজিদ- মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপসনালয়ে বিশেষ দোয়া, হাসপাতাল, এতিমখানা ও শিশুসদনে উন্নতমানের খাবার পরিবেশন,প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এছাড়াও সন্ধ্যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মোঃ তাজুল ইসলাম এমপি মহোদয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আগতো জনসাধারণের মাঝে ভার্চুয়ালে স্বাগত বক্তব্য রাখেন এরপর আতশবাজি মাধ্যমে মহান বিজয় দিবসের ৫০তম বার্ষিকী পালন করেছেন।
Leave a Reply