1. admin@dwiptv.com : dwiptv.com :
  2. dwiptvnews2121@gmail.com : sub editor : sub editor
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:৫৪ পূর্বাহ্ন

লাকসামে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সমন্বিত কর্মপরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

রবিউল হোসাইন সবুজ, স্টাফ রিপোর্টার (কুমিল্লা)
  • আপডেট: বুধবার, ২৯ জুন, ২০২২
লাকসামে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সমন্বিত কর্মপরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সমন্বিত কর্মপরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সমন্বিত কর্মপরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

কুমিল্লার লাকসাম উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ঘটিকায় উপজেলা অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিন এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইউনুস ভূঁইয়া ।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেয়র লাকসাম পৌরসভা আবুল খায়ের , ভাইস চেয়ারম্যান মোহাব্বত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা। কর্মশালার মূল প্রবন্ধ পাঠ করেন-জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান। অন্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস, লাকসাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মেজবাহ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রসাদ কুমার ভাওয়াল প্রমুখ।

 

 

উক্ত কর্মশালায় উপজেলা ভিত্তিক কর্মপরিকল্পনা উপস্থাপন, উন্মুক্ত আলোচনার মাধ্যমে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়। উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা স্থানীয় পর্যায়ে মাদক নির্মূলে বিভিন্ন সুপারিশমালা প্রস্তাব করেন। বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন গড়ে তোলার কোন বিকল্প নেই। সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এক্ষেত্রে জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে তাদেরকে ক্রীড়ামুখী করার পাশাপাশি অভিভাবকদের সচেতন থাকতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আমাদের এন্ড্রয়েড এপস আপনার মোবাইলে ইন্সটল করুন।

Developer By Zorex Zira