কুমিল্লা লাকসাম পৌরশহরের রাজঘাট মসজিদের বিপরীত দক্ষিণ পাশে সোমবার (৩১ জানুয়ারী) মধ্যরাতে কেয়া এন্ড কিরন ইলেকট্রনিক্স দোকানে ভাংচুরের ঘটনা ঘটেছে।
দোকান মালিক সূত্রে জানা যায়, ওই প্রতিষ্ঠানের মালিক মোঃ আবু তাহের খন্দকার প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। মধ্যরাতে অজ্ঞাতনামা দূর্বৃত্ত-চোর বা চোরেরা সংঘবদ্ধভাবে আমার দোকানের গোডাউন ষ্টীলের দরজা শাবল বা ভারী যন্ত্রপাতি দ্বারা ভাংচুর করে। রাস্তায় লোকজনের আনাগোনা পেয়ে চোর বা চোরের দল বড় ধরনের ঘটনা ঘটাইনি।
উল্লেখ্য দোকান মালিক জানান, পৌর প্রশাসন, পুলিশ প্রশাসন ও দৌলতগঞ্জ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের কাছে অনুরোধ লাকসাম বাজারে ব্যবসায়ীদের যানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আপনারা শতভাগ ভুমিকা রাখবেন আমরা সবসময় কামনা করি।
Leave a Reply