ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে ওলামা-মাশায়েখ ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আজ ২৬ এপ্রিল (সোমবার) লাকসাম কুমিল্লা রেস্তোরাঁ-২ মিলনায়তনে বিশিষ্ট ওলামা মাশায়েখ, ব্যাবসায়ী ও সাংবাদিকদের সৌজন্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা জেলা দক্ষিণ শাখা কর্তৃক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত ইফতার মাহফিলে হাফেজ মাওলানা নুরুদ্দীন হামিদীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে শেখ ফজলুল করুম মারুফ বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন ইসলামী আন্দোলন তাক্বওয়া বুকে ধারণ করে বাংলাদেশে ইসলামী শাসনব্যবস্থা কায়েম করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ আলোচনা রাখেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতীয় উলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুফতী শামসুদ্দোহা আশরাফী সাহেবের দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।
Leave a Reply