বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন লাকসাম উপজেলা শাখা কর্তৃক মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যাক্রমের আওতায় ১৫৪টি কেন্দ্রের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে গতকাল ১৫ মার্চ উপজেলা পরিষদ মিলনায়তনে ফিল্ড সুপারভাইজার মোঃ জুলফিকার আলী মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম। এছাড়া বিভিন্ন কেন্দ্র থেকে আসা শিক্ষকগণ পুরষ্কার প্রাপ্ত ছাত্র ছাত্রীগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। শ্রেষ্ঠ শিক্ষার্থীর পুরষ্কার পেয়ে কোমলমতি ছাত্র ছাত্রীদের চোখে মুখে আনন্দের চাপ পরিলক্ষিত হয়। প্রধান অতিথি কোমলমতি ছাত্র ছাত্রীরা যাতে আরো ভালোভাবে লেখাপড়ায় মনোযোগ দেয় সে ব্যাপারে শিক্ষকদের প্রতি আহবান জানান।
Leave a Reply