১৮ এপ্রিল রবিবার লকডাউনের পঞ্চম দিনে পাটগ্ৰাম নগরীতে লকডাউন নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ স্থান সমূহে উপজেলা প্রশাসন, পাটগ্রাম সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুবেল রানা’র নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। পাটগ্রাম থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিসের সদস্যগণ অভিযানে অংশগ্রহণ করেন।
এসময় সরকারি নির্দেশনা মোতাবেক লকডাউন নিশ্চিত ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনাকালে ৫ জনকে জরিমানা করা হয়। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাহিরে বের না হওয়ার বিষয়ে আহবান জানানো হয়। লকডাউন নিশ্চিতকরণে পাটগ্রাম উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে সব ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুবেল রানা জানান।
তিনি আরও জানান আমরা সব ধরণের কার্যক্রম চালিয়ে যাচ্ছি কিন্ত জন সাধারণ যদি সচেতন না হয় তাহলে বিশাল ক্ষতির দিকে ধাবিত হবে পাটগ্রাম উপজেলা। যেটি কারও কাম্য নয়।তাই আসুন মাস্ক পরি অযথা ঘোরাঘুরি থেকে বিরত থাকি নিয়ম মেনে চলাচল করি এবং সুস্থ সুন্দর পাটগ্রাম উপজেলা গড়ি।
Leave a Reply