লকডাউন ও করোনার মধ্যেও মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের কোচিং বাণিজ্য উৎসবের মতো চলছে।
সরকারি এই বিধি নিষেধ এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কোনভাবেই মানতে রাজি নয় বা অনেকেই অভিমত প্রকাশ করেছেন। লকডাউনের মধ্যে কোচিং চালু থাকায় শিক্ষার্থীরা বাধ্য হচ্ছেন কোচিংয়ে আসতে। এর ফলে শিক্ষার্থীরা করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে করোনার মধ্যেও এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ধারাবাহিকভাবেই কোচিং চালু রেখেছে বলে একাধিক সূত্র মতে জানা গেছে। যেখানে সরকারিভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আর এখানে কোচিং বাণিজ্য চালু রয়েছে বারো মাস।
এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বিদ্যালয়ের আশপাশে যৌথভাবে একাধিক শিক্ষক বাড়ি ভাড়া নিয়ে এ কোচিং বাণিজ্য পরিচালনা করছেন। অনুসন্ধানে এ ঘটনার একাধিক চিত্র পাওয়া গেছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: তোফাজ্জল হোসেন জানান, বিদ্যালয় চত্বর কিংবা এর ভেতরে কোন কোচিং চালু নেই।
Leave a Reply