আজ ৩ মে, সোমবার সকালে নগরীর সার্সন রোডস্থ জেলা পরিষদ ডাকবাংলো তে জেলা পরিষদ চেয়ারম্যান এ সহায়তা সামগ্রী প্রদান করেন।
এসময় চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেন,জেলা পরিষদ সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে ভবিষ্যতেও থাকবে। বরাবরের মতো লকডাউনের এ কঠিন দিনে সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে দাড়ানোর জন্য জেলা পরিষদের পক্ষ থেকে ১২ হাজার পরিবারের খাদ্য সহায়তা দিবে জেলা পরিষদ।
তিনি আরও বলেন, জেলা পরিষদের সব সদস্যরা কর্মহীন–হতদরিদ্র পরিবারগুলোর মাঝে আমাদের এ খাদ্য সামগ্রী দায়িত্ব নিয়ে পৌছে দিবেন।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী সাব্বির ইকবাল, জেলা পরিষদ সচিব রবিউল হাসান, প্রকৌশলী মনিরুল ইসলাম, চট্টগ্রামের ১৫ টি জেলার জেলা পরিষদ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ। পরে ১৫ উপজেলার নির্বাচিত সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদেরকে বিতরণের জন্য খাদ্য সামগ্রী বুঝিয়ে দেন।
Leave a Reply