০৮ ডিসেম্বর ২০২০ইং তারিখ ২০ঃ১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প)এর একটি অভিযানিক চৌকশদল কোম্পানি কমান্ডারের নেতৃত্বে সিলেট মেট্রোপলিটন “দক্ষিণ সুরমা” থানাধীন ৩নং তেতলী ইউনিয়নের অন্তর্গত সুনামপুর হইতে ৫৬০০ পিস ইয়াবা সহ ধৃত অভিযুক্ত আসামিঃ
১।মোঃ সোহেল মিয়া(২৪), পিতা-লাল মিয়া, সাং পাইকপাড়া, থানাঃ দোয়ারা বাজার, জেলাঃ সুনামগন্জ। ২।মোঃ জুনায়েদ আহম্মেদ (২৫), পিতাঃ মৃত তাউস মিয়া, সাং সিংহগ্রাম,থানাঃ লাখাই, জেলাঃ হবিগন্জ।
৩।মোঃ আব্দুর রশিদ(২৩), পিতাঃ মোঃ কবির মিয়া, সাং নয়ানগর, থানাঃ দক্ষিন সুরমা, জেলাঃ সিলেট কে গ্রেফতার করেন।
উল্লেখিত ঘটনায় র্যাব বাদী হয়ে মামলা দায়ের করে আলামত সহ আসামীদেরকে সংশ্লিষ্ঠ থানায় প্রেরন করেন।
Leave a Reply