চোলাই মদসহ পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলায় মুকুল গাজী নামের এক মাদককারবারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার গহীনখালী স্পিডবোট ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মুকুল গলাচিপা উপজেলার শ্যামলীবাগ ২ নম্বর ওয়ার্ডের মতিউর রহমান গাজীর ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গহীনখালী স্পিডবোট এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় মুকুল গাজীকে ১০০০ গ্রাম চোলাইমদসহ তাকে গ্রেফতার করা হয়।
রাঙ্গাবালী থানা ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, গ্রেফতারকৃত মুকুলের বিরুদ্ধে গলাচিপা কোর্টে একটি মাদক মামলাও বিচারাধীন রয়েছে।
Leave a Reply