পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার কোড়ালিয়া লঞ্চঘাট থেকে ৯০০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,বিল্লবাড়ী ৮নং ওয়ার্ড কাশিপুর গ্রামের মো.মিন্টু হাওলাদার ছেলে মো.ইয়াছিন (২০) কোড়ালিয়া গ্রামের মৃত আকরাম আলী ছেলে আঃ আজিজ (বাবু) হাওলাদার (২৮)।
এএসআই সাদিকুর রহমান বলেন, আটককৃতরা মাদকদ্রব্য গ্রহণের জন্য কোড়ালিয়া লঞ্চঘাটে অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে এএসআই সাদেকুর রহমানের নের্তৃতে সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান চালায়। এতে গাঁজা চালানসহ তাদের আটক করতে সক্ষম হয়।
রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।
Leave a Reply