যশোর -৩ সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ গতকাল সকালে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শনে যান।
পরিদর্শনকালে তিনি বিভিন্ন ওয়ার্ডে রোগীদের চিকিৎসা ব্যবস্থাসহ উন্নয়নমূলক কাজের খোঁজখবর নেন।
এ সময় তার সাথে ছিলেন হাসপাতালের তত্তাবধায়ক ডাক্তার আক্তারুজ্জামান, সিভিল সার্জন ডাক্তার বিপ্লব কান্তি জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সদস্য মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক লুৎফুল কবীর বিজু, জেলা যুবলীগের সদস্য কেরামত আলীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
Leave a Reply