একটি মহাপ্রতারক চক্রের নাম হাশেম গাজী ও কাছেদ বিশ্বাস।ঐ চক্রের করাল গ্রাসের শিকার সরল প্রাণ মহিউদ্দিন বিশ্বাস পরিবার।চরম ক্ষতিগ্রস্থ পরিবারটি বাঁচতে চেয়ে সমাজের সচেতন মহলের কাছে আকুতি জানিয়েছেন।ঘটনাটি ঘটেছে যশোর সীমান্তে নড়াইল সদর থানার বিছালি গ্রামে।
সরেজমিন তথ্যানুসন্ধানকালে দেখা গেছে এলাকার বিতর্কিত চরম বাটপাড় হাসেম গাজী চক্র জাল দলিল,রেকর্ড ও মিথ্যা মামলা ইত্যাদি দূর্নীতির মাধ্যমে হয়রানি করে জমি দখল করার নানা ফন্দি ফিকিরি করে আসছে।
পর্যালোচনা করে আরো দেখা যায়,ঐ চক্রের একটি দলিল যার নং-১০৩৭১,সাল ১৯৮০।দাতা সিরাজ বিশ্বাস গ্রহীতা চক্রের হাশেম,কাছেদ বিশ্বাস ঠিকানা উল্লেখ আছে নড়াইলের স্থলে জেলা যশোর।ঐ দলিলটি যে ভূয়া তা সন্দেহ হলে ক্ষতিগ্রস্থ মহিউদ্দিন এলাকার সুধীমহলের পরামর্শে যশোর গিয়ে উক্ত নং দলিল চার্জ করেন।চার্জ করে দেখা গেছে,একই নং দলিলে ঠিকানা যশোর সদর থানার ভেকুটিয়া মৌজা।
দাতা জোহরা,ছোকিনা,মোসলেম ও আঃ রশিদ।গ্রহীতা দলিল উদ্দিন ও আখিল উদ্দিন একই নং দলিলে দাতা সিরাজের ভূয়া দলিল ঠিকানার কোন অস্তিত্ব জেলায় নাই।অর্থাৎ ঐ দলিল ভূয়া ও কাল্পনিক সাজানো।
এলাকার একাধিক সুত্রে জানা গেছে,মহাপ্রতারক চক্র ঐ জমি জবর দখল করতে নানা হুমকি ধামকি দিচ্ছে এবং একাধিক ষড়যন্ত্র ও হয়রানি মামলা দিয়ে আর্থিকভাবে সর্বশান্ত করছে।
এলাবাসী বলেছেন,শান্তি বিনষ্ঠকারী ঐ চক্রদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
Leave a Reply