যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চুরি হয়েছে। এছাড়া চোরচক্র প্রতিটি রুমের তালা ও হ্যাজবোল্ট ভেঙে কাগজপত্র তছনছ করেছে। গত বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লায়লা শিরীন সুলতানা জানিয়েছেন, রাত সাড়ে তিনটার দিকে হঠাৎ করে কয়েকজন চোর বিদ্যালয়ের ভেতরে ঢোকে। এরপর নৈশ প্রহরী মামুন হোসেনকে দড়ি দিয়ে বেঁেধ রাখে। এরপর একেএকে ১৮/২০টি রুমের তালা ভেঙে ফেলে। পরে প্রধান শিক্ষকের রুমের তালা ভেঙে একটি ৩২ ইঞ্চি টেলিভিশন, ২টি সাউন্ড অ্যাম্পিফায়ার, একটি মোবাইল ফোনসেট, নগদ একহাজার ৫শ’ টাকা চুরি করে নেয়।
এ সময় ২০ থেকে ২২টি আলমারি ভেঙে ফেলে এবং কাগজপত্র তছনছ করে । সকালে নৈশ প্রহরীর কাছ থেকে সংবাদ পেয়ে তিনি সেখানে যান। পরে সংবাদ পেয়ে পুলিশও বিদ্যালয়ে পৌঁছায়। এই ব্যাপারে কোতয়ালি থানায় একটি জিডিহয়েছে।জিডিনম্বর-৯৮৭, তারিখ-১৯-০৮-২০২১।
Leave a Reply